Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কার্যবিবরণী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

হাইমচর উপজেলা পরিষদের প্রথম মাসিক সভার কার্যবিবরণীঃ

সভাপতিঃ মোঃ নুর হোসেন

            চেয়ারম্যান, উপজেলা পরিষদ

            হাইমচর, চাঁদপুর।

সভার স্থানঃ উপজেলা পরিষদ সভা কক্ষ।

 

 

সভায় উপস্থিত সদস্যগণের হাজিরা- পরিশিষ্ট-‘ক’ (স্বাক্ষর সংশ্লিষ্ট রেজিষ্টারে সংরক্ষিত)

সভাপতি উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরু করেন। সভায় নবনির্বাচিত ৪র্থ উপজেলা পরিষদের চেয়ারম্যানের প্রথম মাসিক সভায় মাননীয় সংসদ সদস্য ও সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি উপস্থিত থেকে উপদেষ্টা পরিষদের সভাপতির আসন অলংকৃত করেন এবং নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ও উপস্থিত সকল বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। অতঃপর সভাপতির অনুমতিক্রমে উপজেলা নির্বাহী অফিসার বিগত সভার কার্যবিবরণী পাঠ করে শুনান এবং কার্যবিবরণীতে কোনরূপ সংশোধনী প্রস্তাব না থাকায় তা সর্বসম্মতিক্রমে দৃঢ়ীকরণ করা হয়।

অতঃপর উপজেলা উন্নয়ন কর্মকান্ডের উপর বিভাগভিত্তিক নিম্নরুপ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

 

ক্রঃনং

আলোচনা

সিদ্ধান্ত

বাস্তবায়নকারী

 

০১

১। উপজেলা প্রকৌশলী সভায় জানান যে, হাইমচর উপজেলা পরিষদের নিম্নবর্ণিত ভবন সমূহ জরুরী ভিত্তিতে মেরামত করা প্রয়োজন। তাই তিনি উক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে প্রাক্কলন প্রস্ত্তত করিয়া সভায় উপস্থাপন করেন।

ক্রমিক নং

ভবনের নাম

সম্ভাব্য ব্যয়

ক.

উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন মেরামত

১৮,০০,০০০/-

খ.

উপজেলা পরিষদ হল রুম মেরামত

৭,০০,০০০/-

গ.

উপজেলা পরিষদের বাউন্ডারী ওয়াল মেরামত

১৫,০০,০০০/-

                                    সর্ব মোট =

৪০,০০,০০০/-

   উক্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করিয়া প্রাক্কল সমূহ সদয় অনুমোদনসহ বরাদ্দ প্রদানের জন্য স্থানীয় সরকার বিভাগে পত্র প্রেরণের জন্য সর্বসম্মত্তিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

০২। উপজেলা প্রকৌশলী সভায় জানান যে, হাইমচর উপজেলা বার্ষিক উন্নয়ন কর্মসুচীতে সাধারণ বরাদ্দ হিসাবে ১ম ও ২য় কিস্তিতে মোট ১৮,৬৫,০০০/- টাকার বরাদ্দ পাওয়া গিয়াছে।  অনুরূপ আরও দুই কিস্তিতে মোট ১৮,৬৫,০০০/- টাকা বরাদ্দ পাওয়া যাবে। উক্ত বরাদ্দের আওতায় বাস্তবায়নে নিমিত্তে স্কীম তালিকা দাখিল করার জন্য সকল ইউপি চেয়ারম্যানগনকে সর্বসম্মতিক্রমে সভায় অনুরোধ করা হয়।

৩। উপজেলা প্রকৌশলী আরও জানান যে, অত্র উপজেলাটি একটি দরিদ্র পীড়িত, অনগ্রসর ও চরাঞ্চল হওয়ায় উপজেলা পরিষদের তেমন কোন রাজস্ব আয় নেই বললেই চলে। তাই উপজেলা বার্ষিক উন্নয়ন কর্মসুচিতে নিম্নবর্ণিত খাতে স্কীম বাস্তবায়নের নিমিত্তে সাধারণ বরাদ্দের অতিরিক্ত আরও ২,০০,০০,০০০/- (দুই কোটি) টাকা বরাদ্দ প্রয়োজন বলে সভায় প্রস্তাব করেন। 

  ক) কৃষি ও ক্ষুদ্র সেচঃ ৪০,০০,০০০.০০ টাকা। খ) বস্ত্তগত অবকাঠামোঃ ৬০,০০,০০০/- টাকা। গ) আর্থ সামাজিক অবকাঠামোঃ ১,০০,০০,০০০/- টাকা।

     বিস্তারিত আলোচনায় সাধারণ বরাদ্দের অতিরিক্ত আরও ২,০০,০০,০০০/- (দুই কোটি) টাকা (ক. কৃষি ও ক্ষুদ্র সেচঃ ৪০,০০,০০০.০০ টাকা। খ. বস্ত্তগত অবকাঠামোঃ ৬০,০০,০০০/- টাকা। গ. আর্থ সামাজিক অবকাঠামোঃ ১,০০,০০,০০০/- টাকা)  স্থানীয় সরকার বিভাগে পত্র প্রেরণের জন্য উপজেলা চেয়ারম্যানগনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

 

 

উক্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করিয়া প্রাক্কলন সমূহ সদয় অনুমোদনসহ বরাদ্দ প্রদানের জন্য স্থানীয় সরকার বিভাগে পত্র প্রেরনের জন্য সর্বসম্মত্তিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

 

 

 

 

 

 

উক্ত বিষয়ে বিস্তারিত আলোচনান্তে সকল ইউপি চেয়ারম্যানদেরকে দ্রুত প্রকল্পের তালিকা দাখিল করার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

উক্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করিয়া উপজেলাটির উন্নয়নের স্বার্থে বার্ষিক উন্নয়ন কর্মসূচীতে সাধারণ বরাদ্দ অতিরিক্ত বরাদ্দ হিসাবে আরও ২,০০,০০,০০০/- (দুই কোটি) টাকা বরাদ্দ প্রদানের জন্য স্থানীয় বিভাগে অনুরোধসহ পত্র প্রেরন করার জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার

উপজেলা প্রকৌশলী

 

 

 

 

 

 

 

 

 

চেয়ারম্যান

উপজেলা পরিষদ

উপজেলা প্রকৌশলী

 

চেয়ারম্যান

উপজেলা পরিষদ

উপজেলা প্রকৌশলী

 

 

 

 

 

 

 

 

 

০২

ত্রাণ বিভাগঃ

১। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সভায় জানান যে, ২০১৪-২০১৫ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচীর আওতায় সাধারন খাতে ১ম পর্যায়ে ১৩৯.৭৬০ মেঃ টন চালের বরাদ্দ পাওয়া যায়। উক্ত বরাদ্দের জন্য ১৫টি প্রকল্প গৃহীত ও অনুমোদিত হয়। কাজের অগ্রগতি ৪২%। (২)  গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষন (টিআর) কর্মসূচীর আওতায় সাধারন খাতে ১ম পর্যায়ে ১৩৫.৪৩০ মেঃ টন চালের বরাদ্দ পাওয়া যায়। উক্ত রবাদ্দের ৪৩টি প্রকল্প গৃহিত ও অনুমোদিত হয়। কাজের অগ্রগতি ৬০%। (৩) গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষন (টিআর) কর্মসূচীর আওতায় বিশেষ খাতে ১ম পর্যায়ে ৬০.০০ মেঃ টন এর ২৮টি প্রকল্প তালিকা পাওযা যায়। কাজের অগ্রগতি ৯২ %। (৪)  জেলা প্রশাসকের অনুকুলে ১টি প্রকল্পে ০৩.০০ (তিন) মেঃ টন গম পাওয়া যায়। কাজের অগ্রগতি ১০০%। (৫) গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচীর আওতায় বিশেষ খাতে ১ম পর্যায়ে প্রকল্প বাস্তবায়নের জন্য ৮০.০০ মেঃ টনের ১০টি প্রকল্পের নাম পাওয়া যায়। প্রকল্প কমিটি না পাওয়ায় বরাদ্দ ছাড় করা মঞ্জুর হয় নাই।  অতি দরিদ্রে্যর জন্য কর্মসংস্থান কর্মসুচীর ১ম পর্যায় ১৩৬৮টি কার্ডের ১,০৯,৪৪,০০০/-টাকার বরাদ্দ পাওয়া যায়। উক্ত রবাদ্দ দ্বারা ৩৫টি প্রকল্প গৃহীত হয়। কাজের অগ্রগতি ৫০%।

(ক) ২০১৪-১৫ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষন (টি.আর) খাতে গৃহীত প্রকল্প সরোজমিনে তদন্ত পূর্বক প্রকল্পের অগ্রগতির প্রতিবেদন দাখিল করার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

(খ) গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) খাতে গৃহীত প্রকল্প সরোজমিনে তদন্ত পূর্বক প্রকল্পের অগ্রগতির প্রতিবেদন দাখিল করার সিদ্ধান্ত গৃহীত হয়।

পি,আই,ও

ইউপি  চেয়ারম্যান

 

 

 

 

 

পি,আই,ও

ইউপি  চেয়ারম্যান

 

 

০৩

কৃষি বিভাগঃ

সেচ যন্ত্র ও বোরো আবাদঃ

 উপজেলা কৃষি কর্মকর্তা সভায় জানান যে,  ডিজেল চালিত অগভীর ও ডিজেল চালিত এল.এল,পি মোট ১১ টি সেচ যন্ত্র চালু হয়েছে এবং এ পর্যন্ত ৮০ হেঃ আবাদ হয়েছে। আবাদ কার্যক্রম চলছে।

তিনি সভায় রবি ফসলের আবাদের অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করেন -

ফসলের নাম

লক্ষ্যমাত্রা (হেঃ)

অর্জন

(হেঃ)

ফসলের

নাম

লক্ষ্যমাত্রা

(হেঃ)

অর্জন

(হেঃ)

গম

আলু

১২৫

১৫৮

মিষ্টি আলু

৪০

৪৫

সরিষা

৮৫

৮৮

শীতকালীন সবজী

৬৬০

৬৬০

ইক্ষু

১০

 

মরিচ

৮৮৫

৮৮৮

পিয়াজ

৫৪০

৫২০

রসুন

৩২৮

৩৪০

ধনিয়া

১২০

১০০

মসুর

৯৩

৯৫

খেসারী

৫৫

৫৬

মাসকালাই

মুগ

সয়াবিন

১৫৭৩

২৬০

আবাদ চলমান

 

 

 

তিনি আরো জানান যে, খামার যান্ত্রিকীকরনের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প - ২য় পর্যায় প্রকল্পের ২০১৪-১৫ অর্থ বছরের জন্য ২৫% হারে নির্ধারিত ভর্তুকির তালিকা প্রনয়নঃ-

হাইমচর উপজেলায় ০৬টি পাওয়ার টিলার ও ০১টি পাওয়ার থ্রেসার বরাদ্ব পাওয়া গিয়াছে। এ পর্যন্ত ০৬টি ইউনিয়ন থেকে ১৪ টি আবেদন পাওয়া গিয়াছে।

 

কৃষি বিভাগের কার্যক্রমের এ ধারা অব্যাহত রাখতে হবে। আগ্রহী কৃষকদের কৃষি ঋণ দেয়ার মাধ্যম ফসল উৎপাদনে গুরুত্ব ও কৃষকগনকে বীজ ও সার সহায়তা প্রদান করার লক্ষ্যে সিদ্ধান্ত গৃহীত হয়।

 

 

উপজেলা কৃষি কর্মকর্তা,

 

০৪

 মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ঃ

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বলেন, তাঁর বিভাগাধীন কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। মাতৃত্বকাল ভাতা যথানিয়মে বিতরণ করা হচ্ছে। ভিজিডি কর্মসূচিতে খাদ্য বিতরণ, সঞ্চয় আদায় এবং সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ যথা নিয়মে অব্যাহত আছে।

বিভিন্ন ভাতা প্রদান কর্যক্রম বিধি মোতাবেক সম্পন্ন করতে হবে।

মহিলা বিষয়ক কর্মকর্তা।

 

০৫

মৎস্য বিভাগঃ

উপজেলা মৎস্য অফিসার সভায় জানান যে, অত্র উপজেলায় জেলে কার্ড বিতরন অব্যাহত আছে। মানবিক সহায়তার জন্য দুঃস্থ জেলেদের তালিকা প্রেরন করা হয়েছে। তিনি আরো জানান যে, নীলকমল ইউনিয়ন ব্যতিত বাকি ০৫(পাঁচ)টি ইউনিয়ন হতে জেলে পুর্নবাসনের তালিকা পাওয়া গিয়াছে এবং জাটকা রক্ষা কার্যক্রম ও অভয়াশ্রম সংরক্ষনের জন্য উদ্বুদ্ধকরন সভা, প্রচার-প্রচারনা, ব্যানার টানানো হয়েছে। বর্তমানে মৎস্য অভিযানের উপর কোন কর্মসুচী নেই। আগামী মার্চ/২০১৫ হইতে কর্মসুচী পুনরায় চালু হবে বলে সভাকে অবহিত করেন। কার্যক্রম বাস্তবায়নের জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন। 

নতুন কর্মসুচী জোরদার ও আলোচ্য বিষয়ের কার্যক্রম বাস্তবায়নের জন্য সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা।

 

 

০৬

সমাজ সেবা বিভাগঃ

উপজেলা সমাজ সেবা অফিসার তাঁর বিভাগাধীন কার্যক্রম সর্ম্পকে জানান যে, অত্র উপজেলায়  বয়স্ক, বিধবা , প্রতিবন্ধী  ও মুক্তিযোদ্ধাদের ভাতা নিয়মিত ভাবে পরিশোধ করে আসছে।

বিভিন্ন ভাতা প্রদান কার্যক্রম বিধি মোতাবেক সম্পন্ন করতে হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

উপজেলা সমাজ সেবা অফিসার/

ইউপি চেয়ারম্যান (সকল)।

 

০৭

উপজেলা স্বাস্থ্য পঃপঃ বিভাগঃ

      উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা তাঁর বিভাগাধীন কার্যক্রম সর্ম্পকে আলোচনা করেন এবং তিনি সভায় জানান যে, হাইমচর উপজেলায় ইতি মধ্যে ৪টি কমিউনিটি ক্লিনিক ঢাকা থেকে অনুমোদন হয়ে আসে। যার ৩ (তিন) টির জন্য জমি রেজিঃ ইতমধ্যে হয়েছে। ১ (এক) টি জমি ইতমধ্যে রেজিঃ হয়ে যাবে।

বাকি ০১(এক)টির জমি রেজিঃ দ্রুত সম্পন্ন করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা

 

০৮

প্রাণি সম্পদ বিভাগ

    উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান বাৎসরিক ঔষধ শেষ হয়েছে। তবে ভ্যাকসিন যথেষ্ট রয়েছে। উক্ত বিষয়ে বিস্তারিত আলোচনান্তে ঔষধ দ্রুত সংগ্রহ করার ব্যবস্থা গ্রহনের জন্য প্রানী সম্পদ কর্মকর্তাকে সভায় অনুরোধ জানানো হয়।

দ্রুত ঔষধ সংগ্রহ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সভায়  সিদ্ধান্ত গৃহীত হয়।

 উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা

 

০৯

 বি আর ডি বি বিভাগঃ

       বি আর ডি বি কর্মকর্তা তাঁর বিভাগাধীন কার্যক্রম সন্তোষজনক ভাবে পরিচালিত হচ্ছে। তবে একটি বাড়ী ও একটি খামার প্রকল্পের আওতাধীন হাইমচর ও গাজীপুর ইউনিয়নের সমিতি গুলোর সদস্যপদ পূর্ণ এখনও হয় নি। সমিতি গুলোর সদস্য পদ পুরন করার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সহযোগীতা কামনা করছি।

একটি বাড়ী একটি খামার প্রকল্পের আওতাভূক্ত সমিতির কার্যক্রম সঠিক ভাবে পরিচালনা করার সিদ্ধান্ত গৃহিত হয়।

 

 

বি.আর.ডি.বি কর্মকর্তা।

 

 

               
 

 

 

 

 

 

১০

যুবউন্নয়ন বিভাগঃ

উপজেলা যুব-উন্নয়ন কর্মকর্তা, হাইমচর চাঁদপুর সভায় জানান যে, আত্মকর্মস্থান প্রকল্পের খেলাপী টাকার পরিমান ১২,৬৬,২৪৬/- এবং পরিতার ভিত্তিক কর্মসংস্থান প্রকল্পের খেলাপী টাকার পরিমান ১৬,৮৩,৫৬০/- রয়েছে উক্ত টাকা আদায়ের জন্য জনপ্রতিনিধি সহ সকলের সহযোগীতা কামনা করেন।

উক্ত খেলাপী ঋন আদায়ের সিদ্ধান্ত গৃহীত হয়।

যুব উন্নয়ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকল

 

১১

মাধ্যমিক শিক্ষা অফিসঃ

     উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, হাইমচর, চাঁদপুর সভায় জানান যে, ১লা জানুয়ারী মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ দীপু মনি বই বিতরন অনুষ্ঠান উদ্বোধন করেন এবং মহোদয়ের উপস্থিতিতে স্কুল পর্যায় মোট-১১৩৮৬৫ টি ও মাদ্রাসা পর্যায় মোট - ৫৭৬৯৮ টি বই বিতরন করা হয়।

বই বিতরন কার্যক্রম সুন্দর ভাবে পরিচালিত হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা

 

১২

 

বিবিধ ঃ

১। উপজেলা চেয়ারম্যান মহোদয় সভায় উল্লেক করেন যে, অনুন্নয়ন বাজেটের আওতায় হাইমচর উপজেলার জন্য নিম্নবর্ণিত খাতে স্কীম বাস্তবায়নের নিমিত্তে ৯,৯৮,০০,০০০/- (নয় কোটি আটানববই লক্ষ) টাকা বরাদ্দ প্রদানের জন্য স্থানীয় সরকার বিভাগে স্কীম প্রস্ত্তত করিয়া প্রেরণ করা যাইতে পারে বলিয়া সভায়    প্রস্তাব করেন।

ক)  কৃষি ও ক্ষুদ্র সেচঃ ৯৪,৫০,০০০/- টাকা খ) ১,৫৩,০০,০০০/- টাকা গ) শিক্ষাঃ ১,০২,০০,০০০/- টাকা ঘ) স্যানিটেশনঃ ৬,৪৮,৫০,০০০/- টাকা।

   বিস্তারিত আলোচনা করিয়া স্থানীয় সরকার বিভাগে স্কীম প্রস্ত্তত পুর্বক প্রেরণের জন্য চেয়ারম্যান, উপজেলা পরিষদ, হাইমচর। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। 

২। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সংক্রান্তঃ

        সভায় উপজেলা কমান্ডার জানান যে, অত্র উপজেলায় সতন্ত্র উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স না থাকায় দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মানের জন্য সবার দৃষ্টি আর্কষন করেন। এ বিষয়ে সভায় জানানো হয় যে, হাইমচর উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মানের জন্য সরকারী কোন খাসভুমি না পাওয়ায় ২৮নং পূর্বচর কৃষ্ণপুর মৌজার আলগীবাজারের নিকটস্থ বিএস-৫১৮ নং খতিয়ান ভুক্ত ১৩৮নং দাগে ০.৩৮ একর ভুমির অন্দরে রাস্তার পাশ্বে ০.০৮একর ব্যাক্তি মালিকানা ভুমি চিহ্নিত পূর্বক উক্ত ভুমি অধিগ্রহনের বিস্তারিত আলোচনা হয়। উক্ত ভুমি অধিগ্রহনের জন্য বিধিমোতাবেক উপজেলা ভুমি অফিসের ১৫/০১/২০১৫খ্রিঃ তারিখের ১৯নং স্মারকে জেলা প্রশাসক মহোদয়ের বরাবর প্রস্তাব প্রেরন করা হয়।

৩। মুক্তিযোদ্ধা কমান্ডার সভায় জানান যে, উপজেলা পরিষদের ৪র্থ তলায়   মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয় থাকায় তাদের যোদ্ধাহত, অসুস্থ ও বৃদ্ধ মুক্তিযোদ্ধাদের সিড়ি চলাচলে অসুবিধার সম্মুখিন হওয়ায় নিচ তলায় তাদের অফিস স্থানান্তরের জন্য অনুরোধ জানান।

৪। হাট বাজার ইজারা সংক্রান্তঃ

            উপজেলা নির্বাহী অফিসার সভায় জানান যে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের ২১/০৯/২০১১ খ্রিঃ তারিখের ৪৬.০৪১.০৩০.০২.০০.০০২২০১১.৮৭০ নং স্বারকে জারিকৃত হাটবাজার নীতিমালা অনুযায়ী ইজারা বিজ্ঞপ্তি কার্যক্রম গ্রহনের বিষয়ে সভায় আলোচনা করা হয়।

৫। ৪র্থ শ্রেনীর অফিস সহায়ক পদে নিয়োগ সংক্রান্তঃ

        স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়,স্থানীয় সরকার বিভাগের ১৪/০৮/২০১৪ খ্রিঃ তারিখের ৪৬.০৪৬.৩০১১.০০.০০.০০৪-১৪/৭৫১ নং স্বারকের পেক্ষিতে অফিস সহায়ক পদে ২জন ৪র্থ শ্রেনীর কর্মচারী নিয়োগের জন্য বিগত ১৯/১১/২০১৪ খ্রিঃ তারিখের মাসিক সভার সিদ্ধান্ত মোতাবেক স্থানীয় ও জাতীয় জরুরী ভিতিত্তে বিধিমোতাবেক নিয়োগ পক্রিয়া কার্যক্রম সম্পন্ন করার বিষয়ে বিস্তারিক আলোচনা করা হয়। 

৬। চেয়ারম্যান, উপজেলা পরিষদ সভায় জানান যে, তার অফিসে ব্যবহারের জন্য কোকারিজ ও অন্যান্য আনুসাংগিক জিনিসপত্র জরুরী ভিত্তিতে ক্রয় করার জন্য সম্ভাব্য ৩৫,০০০/- টাকা প্রয়োজন। উক্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

৭। অফিসার ইনচার্জ, হাইমচর থানা সভায় জানান যে, হাইমচর থানার চার পাশে সীমানা প্রাচীর (বাউন্ডারী ওয়াল) নির্ম নের জন্য পুলিশ সুপার, চাঁদপুর কার্যালয় টেন্ডারের কাজ চুড়ান্ত হয়েছে মর্মে সভায় জানান এবং বর্তমানে সীমানা গেষে পুর্ব পার্শ্বের বিভিন্ন প্রজাতির গাছ কেটে অপসারণ করার প্রস্তাব করেন। উক্ত বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

 

 

উক্ত বিষয়ে বিস্তারিত আলোচনান্তে স্কীম প্রস্ত্ততক্রমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

 

 

 

 

 

উপজেলা  মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মানের প্রস্তাব অনুমোদন সাপেক্ষে সভায় সর্বসম্মতিক্রমে

সিদ্ধান্ত গ্রহিত হয়।

 

 

 

 

 

 মুক্তিযোদ্ধাদের আবেদন অনুযায়ী উপজেলা পরিষদের নিচ তলায় ১টি কক্ষ ব্যবহারের জন্য সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়।

 

পত্রিকায় বিজ্ঞপ্তি মাধ্যমে হাট-বাজার ইজারার কার্যক্রম সম্পন্ন করার জন্য সভায় সিদ্ধান্ত হয়।

নিয়োগ/বাছাই কমিটির মাধ্যমে দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য সভায় সিদ্ধান্ত গৃহিত হয়।

 

 

 

আলোচনান্তে  উপজেলা রাজস্ব তহবিল হইতে উক্ত ব্যয় মিটানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

 

বিধি মোতাবেক উক্ত গাছ গুলি কাটার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

 

উপজেলা পরিষদ

ও উপজেলা প্রকৌশলী

 

 

 

 

 

 

 

সহকারী কমিশনার (ভূমি)

 

 

 

 

 

 

 

 

 

 উপজেলা নির্বাহী অফিসার

ও উপজেলা প্রকৌশলী, হাইমচর

 

 

 

 উপজেলা নির্বাহী অফিসার, হাইমচর।

 

চেয়ারম্যান উপজেলা পরিষদ

উপজেলা নির্বাহী অফিসার, হাইমচর।

 

 

চেয়ারম্যান উপজেলা পরিষদ

উপজেলা নির্বাহী অফিসার

 

অফিসার,

ইনচার্জ, হাইমচর থানা ও

ফরেস্টার, হাইমচর।

 

 

 

স্বাক্ষরিত/-

(মোঃ নুর হোসেন)

চেয়ারম্যান

উপজেলা পরিষদ

হাইমচর, চাঁদপুর।

সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

 

 

 

 

স্বারক নং ০৫.৪২.১৩৪৭.০৫২৯.০৬.১৩.২০১৫-১৮(৩৫)                                        তারিখঃ ১৫/০১/২০১৫খ্রিঃ

অনুলিপি অবগতি ও কার্যার্থেঃ

১। মাননীয় সংসদ সদস্য ২৬২- চাঁদপুর-৩ নির্বাচনী এলাকা, হাইমচর- চাঁদপুর।

২। সচিব, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায মন্ত্রনালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

৩। বিভাগীয় কমিশনার, চট্রগ্রাম বিভাগ, চট্রগ্রাম।

৪। জেলা প্রশাসক, চাঁদপুর।

৫। পুলিশ সুপার।

৬। চেয়ারম্যান, উপজেলা পরিষদ।

৭। ভাইস চেয়ারম্যান/ ভাইস চেয়ারম্যান (মহিলা)।

অনুলিপি সদয় অবগতির জন্যঃ

৮। উপজেলা...................................................কর্মকর্তা (সকল), হাইমচর, চাঁদপুর।

৯। চেয়ারম্যান................................................(সকল) ইউনিয়ন পরিষদ।

১০। জনাব.......................................................সদস্য, উপজেলা উন্নয়ন সস্বনয়কমিটি হাইমচর

১১। অফিস নথি।                                                       

স্বাক্ষরিত/-

(মোহাম্মদ সাইফুল ইসলাম)

উপজেলা নির্বাহী অফিসার

হাইমচর, চাঁদপুর।

ফোন – 08423-52001

মোবাঃ 01730067074

Email: unohaimchar@mopa.gov.bd