Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাংগঠনিক কাঠামো

উপজেলা নির্বাহী অফিসার

অফিস সুপার০১

সি এ কাম ইউ ডি এ-০১

স্টেনো টাইপিষ্ট-০১

অফিস সহকারী -০৩

উপজেলা টেকনিশিয়ান-০১

হিসাব সহকারী -০১

সার্টিফিকেট সহকারী -০১

ডি এম ও -০১

দপ্তরী -০১

জারী কারক -০২

এম এল এস এস -০৩

নৈশ প্রহরী -০৩

ঝাড়ুদার -০২

ড্রাইভার-০১

দায়িত্ব :উপজেলা নির্বাহী অফিসার

  1. কেন্দ্রীয় সরকারের/মন্ত্রিপরিষদ বিভাগের উপজেলা প্রতিনিধি ও উপজেলার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পলনা।
  2. উপজেলা পরিষদকে সাচিবিক সহায়তা প্রদান করা এবং সে ক্ষমতাবলে উপজেলা পরিষদের নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়নে চেয়ারম্যানকে সহায়তা করা।
  3. সমন্বিত উপজেলা উন্নয়ন পরিকল্পনাসহ উপজেলা পর্যায়ে সকল প্রশাসনিক/উন্নয়ন কর্মকান্ড তত্ত্বাবধানে চেয়ারম্যানকে সাহায্য করা
  4. ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারার অধীনে ইউএনও ক্ষমতা প্রয়োগ করবেন এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর সকল দায়িত্ব পালন করেন
  5. উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সভাপতি হিসেবে সমগ্র উপজেলার আইন শৃংখলা রক্ষা কার্যক্রম সমন্বয় করেন ।
  6. আইন শৃংখলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
  7. প্রাকৃতিক দুর্যোগের পর জরুরি ত্রাণতৎপরতায় অংশগ্রহণ
  8. রাজস্ব ও বাজেট প্রশাসন তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ
  9. উপজেলা প্রশাসন বিষয়ে সকল সরকারি নির্দেশাবলির অনুসরণ নিশ্চিতকরণ
  10. উপজেলা পর্যায়ে সকল প্রশিক্ষণ কর্মকান্ড সমন্বয়
  11. তার অধীনস্থ কর্মকর্তা/কর্মচারীদের বেতন গ্রহণ ও বন্টন
  12. অধীনস্থ কর্মকর্তা ও কর্মচারীদের কার্যাদি তত্ত্বাবধান
  13. প্রোটোকল সম্পর্কিত দায়িত্ব পালন
  14. সরকার কর্তৃক তার উপর ন্যস্ত অন্যান্য দায়িত্ব সম্পাদন।