Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

হাইমচর উপজেলা প্রশাসনের পটভূমি

      উপজেলা প্রশাসনের পটভুমি - জনশ্রুতি আছে যে,হাইমচর উপজেলার সাথে শরীয়তপুর জেলার গোসাইরহাট ও বরিশালের মুলাদী থানার সীমানা নির্ধারন নিয়ে জটিলতা দেখা দিলে তা সমাধানের জন্য হেম বাবু নামে জনৈক দক্ষ সার্ভেয়ার নিয়োগ করা হয়। দক্ষতার সাথে তিনিই এ সীমানা সংক্রান্ত জটিলতা নিরসন করতে সক্ষম হলে তাঁর নামানুসারে এখানকার নামকরন হয় হাইমচরর। অপর একটি সূত্র থেকে প্রাপ্ত তথ্য জানা যায় বিক্রমপুরের জনৈক হেম বাবুর অত্র এলাকায় একটি ছোট জমিদারি পরগোনা ছিল। তার নামানুসারে এ জনপদের নামকরন করা হয়েছে। ১৯৭৮ সালে চাঁদপুরের দক্ষিন অঞ্চলের ৬টি ইউনিয়নকে একত্রে থানা করার সময় অত্র থানার নামকরন হাইমচর নামে অভিহিত হয়। পরবর্তীতে ১৯৮৪ সালে উপজেলায় উন্নীত করা হয়। প্রসঙ্গতঃ মেঘনার পরস্পর ভাংগনের ফলে তৃতীয় বার উপজেরলাটি আলগী দূর্গাপুর (দক্ষিন)সদর আলগী বাজার অবস্থিত।