Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

হাইমচর উপজেলার ইতিহাস

উপজেলা পটভুমি: উপজেলা প্রশাসনের পটভুমি: লোকমুখে জানা যায়,হাইমচর উপজেলার সাথে শরিয়তপুর জেলার গোসাইরহাট ও বরিশালের মুলাদী থানার সীমানা নির্ধারন নিয়ে জটিলতা দেখা দিলে তা সমাধানের জন্য হেম বাবু নামে জনৈক দক্ষ সার্ভেয়ার নিয়োগ করা হয়। দক্ষতার সাথে তিনিই এ সীমানা সংক্রান্ত জটিলতা নিরসন করতে সক্ষম হলে তাঁর নামানুসারে এখানকার নাম করন হয় হাইমচর। অপর একটি সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, বিক্রমপুর জনৈক হেম বাবুর অত্র এলাকায় একটি ছোট জমিদারী পরগোনা ছিল। তার নামানুসারে এ জনপদের নামকরণ করা হয়েছে। ১৯৭৮ সালে চাঁদপুরের দক্ষিনাঞ্চলের ৬টি ইউনিয়ন একত্রে থানা করার সময় অত্র থানার নামকরণ হাইমচর নামে অভিহিত হয়। পরবর্তীতে ১৯৮৪ সালে হাইমচর উপজেলায় উন্নিত হয়।

ইউনিয়ন সমূহ: ০৬টি।

 ১)গাজীপুর ২)আলগী দূর্গাপুর (উঃ) (৩) আলগী দূর্গাপুর (দঃ) (৪) নীলকমল (৫) হাইমচর (৬) চরভৈরবী।

উপজেলা ঐতিহ্য: মেঘনা নদীতে  ইলিশ মাছের অভয়ারণ্যে ও পান-শুপারীর ঐতিহ্য রয়েছে।

ভাষা ও সংস্কৃতি: বাংলা ভাষা ও দেশীয় সংস্কৃতি।

মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধারের তালিকা ঃঅত্র উপজেলায় কোন যুদ্ধক্ষেত্র/বধ্যভুমি/সমাধী নাই। মুক্তিযোদ্ধারের তালিকা সংযুক্ত।

দর্শনীয় স্থান:নেই।

প্রখ্যাত ব্যত্তিত্ব - নেই।

খেলাধুলা ও বিনোদন - দেশীয় খেলাধুলা ও সংস্কৃতি।

প্রাকৃতিক সম্পদ- ইলিশ মাছ।

নদ-নদী - মেঘনা নদী।

ব্যবসা-বানিজ্য - পান,শুপারী,শীতকালিন শাক সব্জীর ব্যবসা।

হোটেল ও আবাসন -নেই।

যোগযোগ ব্যবস্থা - সড়ক পথে ও নদী পথে।

পত্র পত্রিকা -স্থানীয় পত্রিকা নেই।

হাট বাজার - ১৪টি।

জাতীয় সংসদ সদস্য -ডাঃ দীপু মনি,এম,পি

ফোন-ফ্যাক্স- ০২-৯৫৬২১৮৮

ছবি -গুরুত্বপূর্ন স্থান,ব্যক্তি,ঘটনার ছবি নেই।

মানচিত্রে উপজেলা -