চাঁদপুর বাস স্ট্যান্ড থেকে সিএনজি করে হাইমচর আলগী বাজার গেইটে নেমে সিএনজি দিয়ে উপজেলা পরিষদ। পরিষদ হতে রিক্সা অথবা সিএনজি করে যেতে হবে।
পান
বাংলাদেশের যে ক’টি এলাকা পান চাষের জন্য বিখ্যাত তার মধ্যে চাঁদপুরের হাইমচর একটি। এ অঞ্চলের ‘চালতা গোটা’, ‘নলভোগ’, ‘মহানলী’ ও ‘কালিভোগ’ পান বেশ প্রসিদ্ধ। বর্তমানে হাইমচরের প্রায় ২২০ হেক্টর জমিতে পান চাষ হয়ে থাকে। নদী ভাঙন, জলাবদ্ধতা ও পোকামাকড়ের আμমণে এ অঞ্চলের পান চাষ নানা সময় বাধাপ্রাপ্ত হলেও এ চাষাবাদের উপরই জীবিকা নির্বাহ করছে শতাধিক পরিবার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস